খাগড়াছড়ি সীমান্তের শূন্য রেখায় এক মাসের বেশি আটকে থাকা মানসিক প্রতিবন্ধী শাহানাজ পারভীন অবশেষে ফিরছেন স্বজনদের কাছে।
সোমবার বিকাল ৪টায় রামগড় বাজার এলাকায় ফেনী নদীর তীরে সীমান্ত পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) কাছে তাকে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার তাকে কুড়িগ্রামে স্বজনদের কাছে নিয়ে যাওয়া হবে বলে বিজিবি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্টরা জানান।
কংজরী চৌধুরী নিজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিআরসির নেতৃত্ব দেন বলে জানান।
এ সময় রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম, রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) কর্মকর্তা মাহবুবুল হক, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারি, রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তা ও রেড ক্রিসেটের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বিজিবির অনুসন্ধানের এক পর্যায়ে গত ২২ এপ্রিল জানতে পারে এই নারীর নাম শাহানাজ পারভিন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ারচর গ্রামের হাতেম আলী শেখের মেয়ে। মানসিক ভারসাম্য হারিয়ে অন্তত দুই বছর আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
বিজিবি জানায়, খোঁজ পাওয়ার পরও করোনাভাইরাস পরীক্ষা না হওয়ায় তার হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হয়। এর মধ্যেই তার করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) কর্মকর্তা মাহবুবুল হক বলেন, “তাকে নিয়ে আগামীকাল [মঙ্গলবার] রামগড় থেকে রওয়ানা হবেন রেড ক্রিসেন্টের প্রতিনিধিদল। কালই সন্ধ্যা নাগাদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ারচর গ্রামে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে।”
তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে কংজরী চৌধুরী বলেন, “এতদিন অমানবিকভাবে জীবন কেটেছে এই নারীর। তিনি কেবল একজন নারীই নন, মানুষও। তাকে ঘরে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারলেই আমি খুশি।”
মানসিক প্রতিবন্ধী নারীকে কুড়িগ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ঢাকা রেড ক্রিসেন্ট থেকে একজন নারী ভলান্টিয়ারকে আনা হয়েছে বলে তিনি জানান।
ট্যাগ: চট্টগ্রাম বিভাগ খাগড়াছড়ি জেলা
Copyright © Bangladesh News 24 Hours Limited All Rights Reserved
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন